শুন বাছা দুনিয়ার কথা।
দুনিয়া কাহাকে বলে, বুঝে রাখ দিলে গাঁথা।।
জলের উপর নৌকা ভাসে, যথায় তথায় যাও উল্লাসে।
নৌকার উপর জল ভাসিলে, খেল সাধু আপন মাথা।।
দেহতরী ভবসাগরে পাড়ি দিয়া নেও ওপারে।
ডুবলে তরী ভবমায়ায়, ওপার যাওয়ার আশা বৃথা।।
মোম জামাতে শিশির মুখ, বদ্ধ করে যদি রাখ।
অগাধ সাগরে পড়লে শিশির ভিতর পানি কোথা।।
কলবের মুখ বদ্ধ কর, ভবসাগর পাড়ি ধর।
প্রেমের বাদাম উড়াইলে, পাছে পড়ে দুনিয়া যেঠা।।
আবদুল আযীযে কয়, যে কলবে খোদা রয়।
দুনিয়া বাহিরে থাকে, জলে ভাসে তরী যথা।।