মুনশী সাহেবান, নারী পর্দার অর্থ কি তার পাইছ নি সন্ধান।।
গহীন সমুদ্রে যদি ইদুর বিড়াল পড়ে।
উভয়ে এক তক্তা পাইলে চইড়ে বাঁচায় প্রাণ।।
ভব সাগরের ঢেউ দেখিয়া ভয়ে কম্পমান।
খোদার মহব্বতে যাহার সদায় কান্দে প্রাণ।।
হাশরের ময়দানের মত কার পানে কে চায়।
নফছানী ফেইরব বুঝে মালাউন শয়তান।।
নরনারী রুহে আছে কোন কিতাবে পাও।
'কুলির রুহে মিন আমরে রাব্বি' খোদার ফরমান।।
রুহানী মাদ্দাতে হইল তরিকত সাধন।
মুর্শেদ বিহনে ভেদ না হবে উত্থান।।
যেই মেয়ে পঞ্চ ছিফত করেন সাধন।
আলেম মুরিদ করতে পারে শরীয়ত বিধান।।
মুর্শেদ পদ না ভজিলে কোথায় পাইবে পথ।
মোশতাক গণে দিতে বাধা অস্থির শয়তান।।
নারীর জন্য হজ্জ করা জায়েজ শরায়।
জুম্মা ঈদ জামাত নামাজ পড়তে হুকুম পান।।
নিজে কানা হইয়া কেন জগত বুঝ কানা।
তাবলিক করা সোজা নহে, দেখে নেও বিধান।।
ওয়াজ করা সোজা কথা আমল করা দায়।
লোকের চক্ষে দিয়া ধুলা ঘুরে না ফরমান।।
আবদুল আযীয বুঝতে পেরে, ছেড়ে পরের ঘর।
আপন ঘরে বসত করে আনন্দ বাগান।।