শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৮১

আমায় আমি কেন নমি।
আমায় আমি না নমিলে, কিসে হবে সৃষ্টি গুণী।।
আমায় পূজা করি যবে, ভাবে মুগ্ধ রহি তবে।
তিলার্ধ অভাব হলে সৃষ্টিতে ক্ষুন্নতা জানি।।
কোরআন শরীফ খাশেউন, পাঠ করিনু আমি যখন।
গুপ্তপুরে সৃষ্টি তখন, স্বর্গ নরক ভুগতে আমি।।
'ছুম্মা লাতারা উন্নাহা আয়নাল একিন' যাহা।
ভেদাভেদে রইল তাহা, জানতে পারে হলে মুনি।।
আবদুল আযীযে কয়, যখন সূর্য উদয় হয়।
নিদ্রা ভেঙ্গে সজাগ ঘরে জ্যোতির্ময় মহামনি।।