শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৩৯

দারুণ কথা কাহার নিকট কই।
মনের মানুষ না পাইয়া বোবার মত হইয়া রই।।
হায়রে উম্মুল কোরআন পাঠ করিয়া, আলেফ লাম মীম পড়তে গিয়া।
অর্থ করতে নিষেধ হল, আইন বিরোধী বললে হই।।
হায়রে 'জালেকা' তে পুনঃ শুরু 'লা রইবা ফিহে' তাহার গুরু।
পরহেজগারে পথ পাইবে কোন কিতাবের অর্থ লই।।
হায়রে উম্মুল কুরআন ফাতেহা, আদমের কালাম তাহা।
আলিফ লাম মীম মানি নিষেধ, হাদি কিতাব রইল কই।।
হায়রে আলিফ লাম মীম যোগ করিয়া, আদমী আপন ভেদ পাইয়া।
পড়িলে সেই কিতাবখানা, পরহেজগার মুক্ত হই।।
আদম যুগে পদ পরিচয়, আবদুল আযীযে কয়।
'লা শাক্কুন' কিতাবখানা, আলিফ লাম ও মীমে হই।।