সই গ, রূপ সাগরে ডুবল আমার মন।
শ্রীপুরে বিরাজ করে প্রাণপতি গুরু ধন।।
সখি গ, স্বরূপে অরূপ গড়া, রসিক যারা বুঝে তারা
চোখ মুদিয়া করে নিরীক্ষণ।
অদেখা দেখয় দৃষ্টে, পবন ধরয় মুষ্টে
নিরাকারে রূপের গঠন।।
সই গ, রূপের ঘরে বন্ধুর বাসা, দেখব বইলে মনে আশা
দিবা নিশি করি আকিঞ্চন।
সিংহ দরজার ভেলকি খেলা, যে মজে সে বুঝে লীলা
অরসিকের ঘটে বিড়ম্বন।।
সখি গ, রূপ সাগরের ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে দেয় উকি
বিচলিত মন উচাটন।
আশেকি পলকের তরে, ধনী মানী পড়ে ফেরে
বিনা মেঘে অশনি পতন।।
সই গ, জ্ঞানহীন তোতা মিয়া, রূপসাগরে ধ্যান করিয়া
মনেতে পাইল জ্বালাতন।
অকূল তরঙ্গ দেখি, বিচলিত মন পাখি
সার করিল মুর্শেদ চরণ।।