আগে জানলে প্রেমসমুদ্রে ঝম্প দিতাম না।
অকূলে পড়িয়া গেলাম, কূল পাওয়ার ভাও দেখি না।।
তরঙ্গে তরঙ্গে ঘুরি, তবু ধরতে নাহি পারি।
কেমনে পড়িবে ধরা অধরা মোর সাধনা।।
অধরাতে আছে ধরা, বন্ধন হইলাম রশি ছাড়া।
ঘোর বিপাক ঘটল আজি হারা হইয়া আপনা।।
অধরা পাইতে ধরা, যাইতে হল পাগল পাড়া।
পাগল পাড়ায় আছে ধরা নানা রঙ্গে সাজনা।।
বাদী হইয়া মামলা হইল, আসামীতে পূর্ণ রইল।
হাকিম হইয়া বিচার করা, এই ত প্রেমের জোছনা।।
অরে আঁখি তরে বলি, অন্ধ হইয়া দিন কাটাইলি।
খোল চক্ষু বেলা গেল, সময় ফিরে আসবে না।।
কুহে তুরে মুছা গেল, 'রাব্বে আরেনী' ফুকারিল।।
'লাম তারানী' জবাব পাইয়া হইল মুছা দেওয়ানা।।
'লাতাকনাতু' কিস্তি লইয়া, প্রেমসাগরে রই ভাসিয়া।
অনুরাগের বাদাম দিয়া কূল পাইবার কামনা।।
যে যে রূপে গুণের বিকাশ, পাক পাঞ্জাতনের প্রকাশ।
ঐ রূপের বৈঠা দ্বারা হাইল ধরিয়া ঘোষণা।।
আবদুল আযীয এই বলিল, রশি ছাড়া ফাঁসি হইল।
নড়বে যত, কষবে তত, ছাড়াইতে পারবে না।