শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৩০

ঘুরে দেখলাম ভবমাঝে ভুল প্রেমিকের অভাব নাই।।
নফছের গোলাম প্রেমিক হইলে ঘটাবে বালাই।
সে ত নফছের স্বার্থ পাইলে, হঠাৎ করবে বে-ওফাই।।
নফছের গোলাম যারা, নকল প্রেমিক সাজে তারা।
দিলের ভিতর নজিস ভরা, লেবাছ করে সাফাই।।
প্রেমের ছলে দাগাবাজী, আরও কত আজী বাজী।
চোখ টিবরাইয়া ভাবুক বুঝায়, আসল ঘরে কিছু নাই।।
আবল তাবল গাইয়া ফিরে, পর কিতাবের নকল করে।
সাধু বেশে চলে ফিরে, দিল কিতাবের খবর নাই।।
সুলায়মানের শাহী কালে, সাধু বেশে একজন পথে চলে।
হাতে আসা, মাথে জটা, দেখতে প্রেমিকের গোসাই।।
রাস্তার কিনারা গাছে, দুইটি পাখি বসে আছে।
প্রেম আলাপে আছে তারা, অন্য কথা মনে নাই।
একটি পাখি বলে উঠে, ঐ ত একজন মানুষ আসে।
চল মোরা ভেগে যাই, নয় তো প্রাণের আশা নাই।
দ্বিতীয়টি বলে, নহে, প্রেমিক সাধু আসে রাহে।
সৃষ্টির উপর প্রেমিক লোকের জুলুমের হাত নাই।।
না মানিয়া প্রথম পাখি, উড়ে গিয়া প্রাণ রাখি।।
সাধুর বিশ্বাসে একটি বসে রইল, উড়ে নাই।।
সাধুর হাতের আসা দিয়া, মারে পাখির পা চাহিয়া।
পা ভাঙ্গিয়া গেলে পাখি, বলেরে তোর প্রেম নাই।।
সুলায়মানী দরবারে গিয়া, নালিশ করে মাইর খাইয়া।
সাধু বলে, হালাল মারছি, এতে আমার দোষ নাই।।
পাখি বলে, জাহাপনা, সাধুর গায়ের পোশাকখানা।।
দেখে সাধু বিবেচনা অন্য কথা বুঝি নাই।।
শিকারীর লেবাছ থাকিলে, উড়ে যাইতাম নিজ কৌশলে।
সাধু বেশে মারলে মোরে, আমি ইহার বিচার চাই।।
আফ্রিতে ডাকিয়া শাহা, হুকুম করেন ইহা।
সাধুর একটি পা ভেঙ্গে দাও, তর অন্তরে প্রেম নাই।।
আবদুল আযীয ভেবে ফানা, সুফিদলের কি কারখানা।
ভুল প্রেমিকের আনা যানা, খাঁটি প্রেমিক কোথা পাই?