শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১২২

দারুণ জেলে ভাল লাগেনা।
কোন দোষেতে জেল হইল বিচারে খোঁজ মিলে না।।
জেল খাটাইয়া দিন ফুরাইলা প্রাণের বন্ধু তুমি।
তোমার সাথে প্রেম করিয়া ভাগ‍্যে ঘটল জেলখানা।।
জেলে রইতে আপত্তি নাই, যদি সাথে সদা পাই।
তোমায় নিয়ে খেলব আমি জেলে জেল আর রবে না।।
আবদুল আযীয জেলখানারে, খোশবাগান বানাইয়া
জীবনে জীবন খেলায় আদমগঞ্জে কারখানা।।