মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৪৪

যত দূরে ভাবি তোরে, তত দূরে দেখতে পাই।
ঘটে ঘটে সর্ব পটে, বিরাজিত আলেক সাঁই।।
বন্ধু অ, 'কুল্লু শাইঈন মুহিত' বলি, কোরআনেতে আছে বুলি।
বুঝল যারা মজল তারা, তার কাছে তুই গোপন নাই।।
বন্ধু অ, জাহের নামে দিছ ধরা, যে বুঝে সে প্রাণে সারা।
থাকে কি আর নড়াচড়া, তুমি বই সকলি ছাই।।
বন্ধু অ, অষ্টাদশ হাজারেতে, প্রকাশিত এ মোহিতে।
জাহের বাতেন দুই রূপেতে খেলিছ নাগর কানাই।।
বন্ধু অ, রসের নাগর মন চোরা, ইঙ্গিতে দিয়াছ ধরা।
ভাবুক বুঝে সেই মাজেরা, অন্ধের চক্ষে জ‍্যোতি নাই।।
বন্ধু অ, তালাসিয়া দূরাদূরে, তোতা মিয়া পইড়া ফেরে।
চক্ষু কান মুখ বন্ধ করে, হৃদকমলে দেখতে পাই।।