শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২০৫

হারে বাছা মন দিয়া শুন।
বোটা ছাড়া একটি ফুল, নিপুণ তার গুণ।।
হারে, সেই ফুল তালাসিয়া পাইলাম এমন দেশে।
যে দেশের পানি পঁচা রূপে তাহা খুন।।
হারে, সেই ফুলের সৌরভ পেয়ে সজীব পরানী।
মৃত‍্যু রোগে পায়না তারে, যে পাইল তাহার গুণ।।
হারে, সর্ব ফুলে বোটা আছে, একটি ফুলে নাই।
বোটা ছাড়া ফুলের গন্ধে জিন্দা রয় ভুবন।।
হারে, তৈয়ব বৃক্ষে ফুটল ফুল, আদম নামে জারী।
'আনা বাশারুম মিছলুকা মোজাম্মেল' ভূষণ।।
হারে, 'ছিলমুন' বস্ত্রে ঢাকনী দিয়া সে ফুলে ভ্রমণ।
হার বদনে ধরছে আলোক রহিয়া গোপন।।
হারে চুম্বক লোহার আকর্ষণে জাতি সম্মিলন।
আবদুল আযীয বলে প্রেমে আউলিয়ার ঘটন।।