সোনা বন্ধুরে, দূরে রইতে আমি পারলাম না।
দূরই নামের ব্যারাম যেন, আমার কখন ঘটে না।।
সোনা বন্ধুরে, তব শক্তি সর্ব পরে, দূরই করবে কে আমারে।
তুমি যদি কর দূরে, আমার প্রাণে মানবে না?
সোনা বন্ধুরে, দূরই শব্দ শুনি যদি, হিয়া মোর উঠে কান্দি।
কান্দাইলে কাঁদতে হবে, তা কি তুমি জান না?
সোনা বন্ধুরে, হৃদয়ে বসত সদা, যেন কভু না হও বাধা।
তব নূরে নূর মিশিয়া, হল সৃষ্টির কারখানা।।
সোনা বন্ধুরে, কারখানার কারিগর, কর্ম করে স্তরে স্তর।
আবদুল আযীযের মঞ্জীল, যেন কভু ছোটে না।।