শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৬

আওলা সুতা ভাও করিতে পেচ লাগিল, ভাঁজ থাকে না।
হইল প্রমাদ ঘটল বিষম যন্ত্রণা।।
খতম প‍ড়ার মোল্লাজীরা, কমিটি আঁটিল তাঁরা।
নামায পড়ে দাবী করে, একি আজব কারখানা।
কোন মসজিদে নামাজ পড়ে, কোন কাবাতে সেজদা করে।
কেবা কাহার নামাজ পড়ে, না পাইলাম তাঁর ঠিকানা।।
'কুল্লু শাইঈন' হালেক হইলে, খোদা মাত্র বাকী রইলে।
তবে ত হইল নামাজ, কোরআন শরীফ দেখ না।।
পুল ছেরাতে খাড়া হইলে, বেহেশত দোজখ দুই পাশে থুইলে।
সামনে খোদা পাছে মউত, এই ত পেচের মন্ত্রণা।।
খোদার সামনে খোসুও হইলে, তাদিল আরকান কোথায় থাকে।
কেয়ামত কাহাকে বলে, ওরে আমার মন কানা।।
আবদুল আযীয আপন হারা, প্রমাদে পড়িল মারা।
আওলা সুতায় পেচ লাগিল, ভাও করিতে সুযোগ পায় না।