ফকিরি নয় মুখের কথা।
জোনি পোকায় মাণিক হলে পঁচা জলে ঘুরবে কেটা।।
ফকীর কথা সোজা নহে, এই রাস্তা যার মনে চাহে।
ফাকা সবুর নামের কীর্তন, রিয়াজত তার আসল কথা।।
ফরিদ উদ্দিন ফকীর ছিলেন, রিয়াজতে পাশ হইলেন।
জগৎজোড়া স্মৃতি রইল সত্য ফকীর আছে যথা।।
আবদুল আযীয জানতে পেরে, রিয়াজতে প্রাণ ভরে।
নিজ নগরে বসত করে, নাহি মনে কোন ব্যথা।