শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৪২

আরে অ হাদিয়া জমানা,
ওহি ও এলহামের ছুরত, নবী ওলীর জানা রে, দারুণ ঘোষণা।।
অ হায়রে, নবী সাহেবের মেরাজকালে, খোদার নিকট যব পৌছিলেন।
আমলা গণের লিখার শব্দ পাইলেন শোনা রে।।
অ হায়রে, প্রশ্নে উত্তর গেল জানা, কার কি কর্ম হয়না বন্দনা।
যাহাতে সে কাগজ বনি, মারেফাত তার ছামানা।।
দারুণ কথা বলি এবে, হুকমী কলম হইল যবে।
মাশরেকে মাগরেবে লম্বা সেই কলমখানা।।
অ হায়রে, শেরেক গুরুব দুইটি স্তরে, কলমে দখল করে
দোয়াত তার গুরুব স্তর উহ‍্য রইল বেনা।।
অ হায়রে, সে দোয়াতের কালি নিয়া, খালেক মাখলুক ভেদ করিয়া।
আফিস আমলা আদমতনে কলম ছবির বেনা।।
অ হায়রে, আবদুল আযীয আপন পুরে, প্রাণের লৌহে কিতাব পড়ে।
নিজ প্রেমে বন্দি হইয়া জেলখানায় কুমিল্লা।।