আশেকের হাল বুঝা দায়।
মন্ত্র না জানিয়া অবুঝ, সাঁপের লেজে ধরতে চায়।।
সাঁতার জলে গেলে পরে, দিক বিদিকে হাত মারে।
মনে আশা সাহায্য পাবে, যাইতে কিনারায়।।
আশেক যখন জিকির ধরে, সর্ব অঙ্গ রকচ করে।
মাশুকের হিল্লোলে তাহার প্রাণ থাকে প্রেম-দরিয়ায়।।
'ফাজ কুরুনী' কালাম হতে, 'আজকুরুকুম' লাভ করিতে।
ফানা ফিল্লায় মত্ত থাকে দারুণ এশকের দায়।।
আবদুল আযীয বলে সত্য, অতি শক্ত প্রেম তত্ত্ব।
না বুঝিয়া অবুঝ লোকে প্রাণে ব্যথা পায়।।