শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২০৩

কি ফেরে পড়িলাম সইগো ভাঙ্গলে উল্টে ফিরে পায়।
ওজন করা হল দায়।।
সইগো ফানার আন্দর আছে শ‍্যামে তৌহিদ বাক‍্যে শুনি।
শ‍্যামের প্রেমে পাগল হইয়া, উল্টা ফেরে দিন যায়।।
সইগো শ‍্যাম বন্ধুয়ার রূপের জ‍্যোতি দেখি সর্বময়।
শ‍্যাম বিহনে কিছু নাই আমার মনে কয়।।
সইগো, শ‍্যাম পিরীতির অগ্নিদাহে জ্বলিয়া পুড়িয়া।
হারাইলাম দুই কূল শ‍্যাম পিরীতের দায়।।
সইগো, পিরীতির এই ফল ফলিল, অবশিষ্ট শ‍্যাম রহিল।
জ্বালাইয়া পুড়াইয়া শ‍্যাম স্বীয় রাজ‍্য নিয়া যায়।
সইগো, শিখাইয়া পিরীতি শ‍্যামে, সর্বহারা করে।
খাস দখলে নিয়ে মোরে উল্টে ফের রঙ্গ চায়।।
সইগো ফেরে ফেরে ফের পড়ে যায়, ভাঙতে বিষম দায়।
ফের ভাঙ্গিতে দিন রজনী ভয় পাইয়া পলায়।।
সইগো, দিন রজনী গেল ভেগে রইল দমের ঘর।
সেই ঘরে আবদুল আযীয থেকে ফেরে ফিরে রয়।।