রব না আর পরের ঘরে, পরাধীনের যন্ত্রণায়।
প্রেমময়ের প্রেম সাধনায়, আপন ঘরে বসত পায়।।
পরের ঘরের হেফাজতে, দিবা নিশি গেল তাতে।
স্বাধীনতার শান্তি কবে আসিবে এথায়।
বন্ধু নিয়া বসি যদি, পরে বলে এই কি এই কি।
তবু বন্ধুর প্রেম চাহিলে প্রমাদ ঘটায়।।
লুকিয়ে থেকে বন্ধুর সনে, রব শান্তি নিকেতনে।
যথা আছে অমরপুরী রসিকের বেলায়।।
পরের ঘরে থুথুর ডর, প্রবাদ আছে পরস্পর।
পরের হুকুম পালনেতে দিবা নিশি বয়ে যায়।।
আপন ঘরে থাকি যদি, প্রেম খেলিব নিরবধি।
পরের ধমকি খাটিবে না প্রাণ প্রিয়ার সান্তনায়।।
বন্ধু নিয়ে রব এথা, চক্ষে মুখে বুকে গাঁথা।
একেতে এক বিয়োগ দিয়া, নামের মধু রসনায়।।
মায়া সাগর দিয়া পাড়ি, আবদুল আযীয আপন বাড়ি।
পরের ঘরের ভয় ত্যাগিল, আপন ঘরে বসত পায়।।