শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৯

দয়াল গুরুজী, চরণ কমলে শির রেখে বলেছি ।।
দয়াল গুরুজী, এবাদত কয় প্রকার জানিবারে চাই ।
না জানিয়া কি-রূপেতে মনের শান্তি পাই
পরিস্কার করিয়া ইহা জানাবেন আপনি ।
পবিত্র জবানের কথা শুনিতে বসেছি ।।
দয়াল গুরুজী, বাদশাহ ফকীর আমীর আর সর্ব সাধারণ ।
সকলের এবাদত কি একই গঠন ?
ভিন্ন এতে থাকে যদি বলিবেন আমায় ।।
নয়ত মনের পূর্ণবাঞ্ছায় কি-রূপেতে পৌছি ?
দয়াল গুরুজী, ফকীর লোকের পথ কয়টা জানিতে বাসনা ।
ইহা নিয়া মনে বড় আছে ভাবা গুণা ।।
ভেদ ভাঙ্গিয়া বল মোরে, নিবেদি চরণে ।
চরণ কমলে ইহা মিনতি করেছি ।।
দয়াল গুরুজী, দমের ছুরত কয়টা জানিবারে চাই ।
কোন ছুরতে কি কাম করে জানাবেন আমায় ।
ইহা না জানিলে আদম পশুর মত থাকে ।
এই কারণে তব পদে দরখাস্ত করেছি ।।
দয়াল গুরুজী, দমের শত্রু কি প্রকারে দফে হইয়া যায় ।
না জানিলে পশু রইয়া যাব এই ভবে ।
মানুষ হইয়া কি ফল হইল যদি পশু রই ।
মোল্লা মুন্সী বলে ইহার কি দরকার আছে ?
দয়াল গুরুজী, আবদুল আযীয বলে বৎস, অস্থির না হও ।
একে একে বলে দিব যদি তুমি চাও ।
কায়মনোবাক্যে আমল করিবা জানিয়া ।
বহু মূল্যবান কথা বলিতে বসেছি ।।