শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১২১

হায় হায় উপায় নাই আমার।
'লা তাকনাতু' সম্বল নিয়া দিয়াছি সাঁতার।
বন্ধুরে, রাহমান রাহিম নাম করিলা প্রচার।
কারিমী গাফফারী গুণে খুলে দেও দুয়ার।।
বন্ধুরে, ওহাব নামে জাহেরীতে দিলা পরিচয়।
বদলা বিহীন দাতা নামে আছ হে তৈয়ার।।
বন্ধুরে দাতা নামে আছ তুমি সদা কৃপাবান।
নিজ গুণে গোপন রাখ আয়েব বান্দার।।
বন্ধুরে, তোমায় নিয়ে খেলব সদা এই বাঞ্ছা মনে।
আবৃত কাটার বেড়া ফেলিয়ে এবার।।
বন্ধুরে আমি যথা তুমি তথা বিশ্বজোড়া বাণী।
ইহা মূলে আবদুল আযীয নিজ নগরে সার।।