মুর্শেদ গুণমণি, আপন দেহের খবর কহ স্বরূপ কাহিনী।
যে দেশেতে ছিলাম মুর্শেদ অ, সদা 'হু হু' ধ্বনি।
লাহুত পুরের বাঁশির স্বর, মন মোহিনী।।
সে দেশের বাসিন্দা যারা, অমর হইয়া রইল তারা অ।
ফানা দেশে মন গছে না, পন্থ নাহি চিনি।।
বিদেশে পড়িয়া রইলাম, অন্ধ হালে দিন কাটাইলাম অ।
দিক-বিদিকের পরিচয়, কিছুই না জানি।।
নিরাকারে ছিলাম ভাল, সাকার হল মহাকাল অ।
'আরবা আনাছের' গুণে ঘটল পেরেশানী।।
তুমি বন্ধু দেশের দেশী, রইতে চাই তোমাতে মিশি অ।
আপন দেশের কুকুর গণি, দয়া হবে নি।।
তোতা মিয়া এ বিদেশে, রইয়া গেল বন্দি বেশে অ।
দয়া করি এ দাসেরে সঙ্গে নিবা নি।।