শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১১৭

অ মন, সরল হইয়া রইও।
নির্জনে বসিয়া চিন্তা নির্মল করে নিও।।
অ মনরে, অতি সরু রাস্তা পড়ে মারফত মোকাম।
পোল ছেরাতে পা কাটিবে হুশিয়ারীতে যাইও।।
অ মনরে, বহু প্রেমিক নিজ মোকামে রইতে অক্ষম হয়।
গুরুর দয়া গুণে পার অলিগণ জানিও।।
অ মনরে, বহুগুণে আলিম ছিলেন জালালুদ্দিন রুমী।
শামসে তাবরীজের গোলামী করিল জানিও।।
ওসমান হারুণী সাহেব গোলামী করিয়া।
অ মনরে, মাইনুদ্দীন চিশতী সাহেব আদর্শ মানিও।
অ মনরে, আবদুল আযীয সরলপুরে আছে সর্বক্ষণ।
রুহানী এমদাদ হযরত কামেলের জানিও।।