হায় হায় কি হল আবার, স্বপনে কি জাগরণে না পাইলাম পার।।
ইহা যদি স্বপ্ন বটে, যেন কভু নাহি ছুটে।
এশকবাজীর সুরা পানে হেরিব বাহার।।
জাগ্রত থাকিয়া যদি হেরিয়াছি হেন নিধি।
নিদ্রা যেন কভু এসে নাহি ঘটে আর।।
এমন কেীশলী কায়া, স্বয়ং কায়া স্বভাব ছায়া।
সব অঙ্গে আপন ছবি রেখাতে প্রচার।।
কি বলব রেখার গুণ, পরনেওয়ালা হইল খুন।
উম্মি হইয়া 'মান আরাফা' করিলেন বাহার।।
মন মুছল্লী কোথায় যাও, পঞ্চতীর্থের সাধু হও।
পঞ্চপদী সুরায় আমার কালেব গোলজার।।
আবদুল আযীয খোস বাগানে, এশকবাজির সুরা পানে।
বন্ধুতে লুকিয়ে আছে থেকে হুশিয়ার।।