হায়রে রসের আলাপন।
অরসিকে বুঝতে নারে রসের বচন।।
ফরক করার অর্থ দিয়া, ফোরকান শরীফ।
তাহাতে মারেফাত খনি বিরাজে গোপন
আসমান জমিন রূপ আল্লা, আদম তার লিলা।
সপ্ত জমি আদম তন রসের বর্ণন।।
উচু নীচু সীমাশূন্য আত্মা নাম প্রচার।
আসমানের সপ্ত স্তর রসের বিবরণ।।
দেহ প্রাণ একই বটে, 'হামা উস্ত' দলিল।
সেই রূপে আদম জারী রসময় যে জন।।
'আল্লাহু নূরুছ ছামাওয়াতে' ফোরকান শরীফ।
আবদুল আযীয বলে এতে করিয়া ভ্রমণ।।