অ মন, বলিরে তোমায়, মমিনের মেরাজ নামাজ নবীজি ফরমায়।
নবীজির মেরাজকালে, 'আছাদউল্লা' পথে মিলে,
কেন্দ্রস্থলে ছিদ্দিক আকবর খোদা সাক্ষী দেয়।।
বোরাক পরে নবী গেলেন, সপ্ত মঞ্জিল পার হইলেন।
সদরঘাটে জিব্রাইল অচল হইয়া রয়।।
জিব্রাইল অক্ষম হইল, ছিদ্দিক আকবর কেমনে গেল।
কেমন ছাওয়ারের বলে পূর্বে হাজির রয়।।
নামাজেতে মেরাজ হবে, হুকুম পাইলেন যবে।
পঞ্চাশকে পাঁচ করিলেন মূছা নবীর শায়।।
সাইয়েদুল মুরছালিন যিনি, পঞ্চাশেতে রাজি তিনি,
মুছা নবীর পরামর্শে ফিরে ক্ষমা চায়।।
নামাজ করিবে যবে হাজিরীতে মুগ্ধ হবে।
পাঁচ পঞ্চাশ না বুঝিবে, তবে মেরাজ হয়।।
নামাজ পথে দাড়াইতে আছাদউল্লা দেখবে পথে।
কেন্দ্রস্থলে ছিদ্দিক আকবর হাজির পাওয়া যায়।।
মেরাজ নামাজ যাকে বলে, হইবে তাহা কি করিলে।
জানতে চাইলে মুর্শেদ ভজ, নইলে বুঝা দায়।।
মেরাজ বিহীন নামাজ পড়া, ফল বিহীন বৃক্ষে চড়া।
বিফলেতে জীবন সারা, আবদুল আযীয কয়।।