শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১২০

মন তুমি নিজে বিচার কর।
অবিচারে রাজ‍্য নষ্ট, প্রবাদ আছে পরম্পর।।
কিতাবে এলেম থাকিলে, দিলে বিচার না করিলে।
সাধন ভজন কীসে হবে আদেল নামে পরোয়ার।।
নিক্তি কাটা যেদিক হেলে, সেদিক ওজন বেশী বলে।
তিলে তাল হয়ে পড়ে, ভালবাসার ফলের ঘর।।
কীট পতঙ্গ যত ইতি, জাহিরীতে সবই সৃষ্টি।
যার যে ভাগে কর্মে আছে সবই আপন পরম্পর।।
আবদুল আযীয আদেলপুরে, তৌহিদ নিয়ে আছে ঘরে।
নিজ বিচারে আছে পূর্ণ, বেইনছাফের যমের জ্বর।।