শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৯০

দূরে কাছে হবে কীসে।
কাছে দূরে হবে যদি, একম সিদ্ধ কেমন করে।।
কর্মক্ষেত্রে দূরই ধারা, নীতি বিনে কীসে ধরা।
সর্বপরে যাহার সারা, দূরই কাছে কর্মে করে।।
কর্ম যুগে লীলা খেলা, বেলায়েতে সেই মেলা।
প্রথম শ্রেণীর দূরে পড়া, অবুঝ স্তরে মন্ত্র পড়ে।।
এক সমস্ত চারি ভাগে, শরা নামে প্রথম পর্বে।
তরিকত তার দুছরা কথা, স্ব-সাধনে বুঝ পাইবে।।
হাকিকত তৃতীয় খণ্ড, মারেফাতে চারি বন্দ।
একুনেতে এক সমস্ত, সরাসরি হল ভবে।।
আবদুল আযীয জেনে ইহা, পিরীত পরে প্রাণসখা।
দূরে কাছে ভেদ করিয়া, জীবনে জীবন হরে।।