সই গো, তারে পাব কৈ গেলে।
যার জন্য প্রাণ কান্দে সই গো, ঘুরে বেড়ায় গোকূলে।।
সখি গো, দেখা পাব মনে করি, থাকি তার ধ্যানে পড়ি
বুক ভেসে যায় নয়নের জলে।
সে ঘুরে ফিরে দূরে দূরে গো, সময় যায় বিফলে।।
সখি গো, ধরতে গেলে না দেয় ধরা, ঘুরে সদা পাগল পাড়া
আশেকিরে জ্বালায় অনলে।
অধরা ধরিতে গিয়া গো, বিনাশ হইলাম সমূলে।।
সখি গো, ভাবে থাকি দিবানিশি, মুখেতে নাহিক হাসি
প্রেম ফাঁসি লাগিল গলে।
প্রেম সাগরে পাড়ি দিয়া গো, পড়িলাম অকূলে।।
সখি গো, তোতা মিয়া না পায় কাবু, করে কেবল হাবুডুবু
বন্দি হইল মায়ারই জালে।
শ্যাম বন্ধুর পিরীতির লাগি গো, দহিতেছি অনলে।।