পরের ভাবনা ভাবতে গিয়া দিন রজনী কাল কাটাও।
তোমার মত অবুঝ মনা, আর কি ভবে আছে কেউ?
মন রে, পর কি কখন আপন হয় রে, তোষামোদ করিলে রে মন, তোষামোদ করিলে।
'কাহহার জাব্বার' নাম ধরিল, এই ত পরের ভাও।।
মন রে, পরের ভাবা ভাবতে গিয়া হইয়া গেলা কানা রে, মন হইয়া গেলা কানা।
নিজের ভাবনা না ভাবিয়া ফান্দে দিচ্ছ পাও।।
মন রে, পর যদি রে আপন হয়, শূলে মনছুর কেন যায়রে মন, শূলে মনছুর কেন যায়।
পরকে আপন দাবী করে, জগৎজোড়া উঠল ঢেউ।।
মন রে, নিজ ভাবনা ভাবতে ভাবতে 'কাদ আরাফা' মিলে রে মন,
কাদ আরাফা মিলে।
'রুবুবিয়াত' এর পরদা খুলে রং খেলিতে যাও।।
মন রে, আপন ভাবা ভাব গিয়া যদি ভাল চাও রে মন, যদি ভাল চাও।
নিজ ভাবনায় আবদুল আযীয মগ্ন হইয়া রও।।