শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২১৫

কে তুমি বাজাও বাঁশি বসে নিরলে।
বাঁশির সুরে প্রাণ বিদরে পাগল বানালে।।
বন্ধুরে, তোমার বাঁশির এমন টান, ঘরে আর থাকে না প্রাণ।
ইষ্টি কুটুম যত সব বৈরী বানালে।।
বন্ধুরে, বাঁশির স্বর এত উচ্চ, আকাশ পাতাল হইল তুচ্ছ।
স্বরের ভিতর প্রেমের অনল সদা ধুধু জ্বলে।
বন্ধুরে, নাই গো তোমার দিন রজনী, বাজাও সদা হইয়ে ফণী।
কাল সাঁপিনীর নেশে যেমন পরানে বধিলে।।
বন্ধুরে, ঘরে কাল ননদিনী, কত মন্দ বলে শুনি।
পরের নিকট দোষ কহিয়া কলঙ্কী করিলে।।
বন্ধুরে, তোমার বাঁশির এমন ছন্দ, যেমন ডাকে প্রাণের বন্ধু।
দারুণ পরের জ্বালায় পাইলাম না নিরলে।
বন্ধুরে, পর কি কখন আপন হবে, বন্ধুর দেখা পাব কবে।
পরের ঘরের ভয় ত‍্যাগিল, আবদুল আযীয বলে।