আমি পড়িলাম কি বিপাকে, আপন দেশে যাইতে মানা, যাইব কোন ফাঁকে
শিকারী শিকারকালে ছায়া পড়ে তীর মারিলে।
শিকারের গায় না লাগিয়া তীর ফুরাইয়া যায় ফাঁকে।।
ছয় হাজার ছয়শত ষাট, অকারণে ভাঙবে হাট।
শুধু কামান ধ্বংস হইলে জিজ্ঞাসিবে কে তাকে।।
কামান খসিয়া যায়, জাতে জাতে শান্তি পায়।
সময় থাকিতে পথের কৌশল আছে তার ফাঁকে।।
মউতু কাবলা আনতা মউতু, মরার আগে হলে মৃত্যু।
জিন্দা শিকার করা চলে মরা মানুষের বুকে।।
মরার আগে মরতে হলে, সরল দেশে যেতে পারলে।
মুর্দারে খায় জিন্দা ধরে, মরা মানুষের বুকে।।
মুর্দা হইয়া জিন্দা খাইয়া, মুর্দা জিন্দার জীবন পাইয়া।
অমর হইয়া আপন দেশে যেতে পারে এই ফাঁকে।।
মরার আগে মরা হতে, প্রেম পুঁজি সম্বল তাতে।
সবই আছে কিছু নাই, মীন যেমন জলে থাকে।।
এ পথ সরল পাইয়া, আবদুল আযীয পড়ল ধাইয়া।
আপন দেশে থাকে সদা, স্ব মাশুক জিন্দা বুকে।।