কে তুমি আরফাতে আজি করিলে মিলন, নিস্পাপ বদন।
পাপের বোঝা ঝরে গেল জনমের মতন।।
আব আতশ খাক বাতে বনে আদম তন।
বাম পার্শ্বের হাড্ডি হইতে মায়ের গঠন
শরা মত হাদিসেতে আছে ত কথন।
হাড্ডি রগ মণি মগজ পুরুষের তন।।
খুন লোম মাংস চামড়া মেয়ের আনজাম।
পুরুষ ভাগের হাড্ডি হইতে মেয়ের পত্তন।।
নামে মাতা হইল পিতা মেয়ের গঠন।
আদম হাওয়া, হাওয়া আদম দুই তনে এক তন।।
পাপী হইয়া ছিলে যবে খাইয়া গন্দম।
গন্দম ভাঙ্গায় রক্ত পড়ে কিসের কারণ, কে ছিল তখন।।
কলেমা তৈয়ব বৃক্ষ কোথায় রোপন।
আদম হাওয়ার বনি মানব কিসের কারণ, বল না এখন।
আবদুল আযীযে কয়, ভেদ বুঝা দায়।
বুঝতে চাইলে ঐক্য কর মুর্শেদ চরণ, কে ছিল তখন।।