মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৭১

নামের মালা জপ না মন, নামের মালা জপ না।
নামের বলে জগৎ চলে, দেইখে তুমি দেখ না।।
দেখ মন এ ধরাতে, যত ইতি জাতে জাতে
সকলেই নিজ ভাষাতে, করে নামের জপনা।।
স্তরে স্তরে ভাষা বহু, জিকির ছাড়া নাইরে কেহু
'কুল্লু শাইঈন ইউছাব্বেহু' কোরআনেতে আছে বয়ান।।
জানা গেল হাদিছেতে, রসুলুল্লার সময়েতে
জাত নামের মহব্বতে শুকনা কাষ্ঠের কান্দনা।।
জিকিরেতে আল্লা রাজী, নিষেধ করে যত পাজী
কোরআনেতে 'ফাজকুরুনী' বলিয়াছেন রব্বানা।।
পাক হইয়া শুদ্ধ মনে, জিকির কর এক ধ‍্যানে
কহে আল্লা ঐ কোরআনে 'ইয়া তাফাক্কারুনা'।।
তোতা মিয়া কোরআন বুঝি, ছাড়িয়া সব বাজিবুজি
জিকির করিয়া পুঁজি, নামের প্রেমে বন্দনা।।