কি নামে ডাকিব তোমায়।
দয়াল নামে ডাকি যদি নিস্কাম রইল কোথায়।।
তুমি কর্ম তুমি ধর্ম, যত ইতি রূপের মর্ম।
ডাক দিলে অডাকে পড়ে, পড়লাম এবার বিষম দায়।।
থাক সদা প্রেম দরিয়ায়, প্রেমময় প্রেম সুধায়।।
নিজ প্রেমে নিজে মুগ্ধ, ঠেক লাগিল প্রেমের দায়।।
ডাকি যদি তোমায় আমি, অহে বন্ধু অন্তর্যামী।
প্রেমময় কলঙ্কের খনি, সৃষ্টি বুঝি এ পাপের দায়।।
ডাকের ফাঁকে পড়ে আজি, আবদুল আযীয হল কাজী।
নিজ মন্দিরে বন্দি হইয়া, বে-ইনছাফে পড়ছে দায়।।