তোমহারা লকব জাহামে, শাহে তোরাব আলী হো।
শামছ ও কামার আযীয হো কার, তেরে রৌশান আলা হো।।
থে মায় পোড়া গান্দা, আন্ধারিয়া ঘরমে।
এনছানিয়াত হো তোমহিছে, শাহে তোরাব অলী হো।।
মুরদা দেল থে হামারা, মিসলে হায়ওয়ানে মতলক।
আবহায়াত তোমছে হুয়া, শাহে তোরাব আলী হো।।
তোমহারি হাত পর হাত খোদাই রাখখা।
জাত পাকছে তেরে মজহাব, শাহে তোরাব আলী হো।।
ছুরাতে ইনছান বানাকার, কালবে নূরিল্লা তোমহারা।
আউলিয়াও আতকিয়াও শাহে তোরাব আলী হো।।
শরিয়ত তরিকত হাকীকত ও মারেফত।
পুর এলমে লাদুনীমে শাহে তোরাব আলী হো।।
মুলকে আসাম ছফর মায়না, জাহেরী মোকাম তেরা।
বছে রমজ বাতেনীমে, শাহে তোরাব আলী হো।।
মুরদা দিল জেন্দা হুয়া, বরকতে কদম শরীফ।
আবদুল আযীয তোমছে দেওয়ান, শাহে তোরাব আলী হো।।