খেলওয়াতে হয় আজমুদা।
কান বাজারে সওদা করলে, কানার দোকান কানের সওদা।
কানায় কানায় বেচাকিনা, কানায় সওদা পেল দুনা।
অন্ধ হইয়া দেখ না একবার, কি মাল হল তোর খরিদা।।
কামালপুরে ভাবের দোকান, খেলওয়াত নিগুমের স্থান।
অন্ধ হইয়া কামালপুরে, ভাব দোকানে কর খরিদা।
আবদুল আযীয বলে তবে, খেলওয়াত করিবে যবে।
চক্ষের দেখা কানে শুনা, মিটে যাবে সকল ধাঁধা।।