ভাঙ্গিল স্বপন, দেখিনু দর্পন, প্রেমময় তুমি ওহে গুণমনি।।
বহু রূপে সাজিয়ে, কেীশলে লুকিয়ে, ভঙ্গিমার ছলে মুগ্ধ পরানী।।
মহিমা গুণে বিভিন্ন নামে, সেজে সেজে রেখেছ
নামটি ধরণী, অহে গুণমনি।।
মন্দ ভাল নাই, সবাই তোমায় পাই,
মান অপমান যত ইতি তব মোহিনী, অহে গুণমনি।।
জালেম রূপে পরে, কোপে সেজে মজলুম বহন করে,
নিচ্ছ হে গনী, অহে গুণমনি।।
থেকে আমি আবার তুমি, এই মর্মে আছ জানি।।
তাই তুমি আছ রঙ্গে, রঙ্গিন সেজে দিন রজনী, অহে গুণমনি।।
আমি আশেক তুমি মাশুক, তুমি খেলা আমি কেীতুক,
যথা তুমি তথা আমি, সেজে দর্শক দিনমণি, অহে গুণমনি।।
দোষের ভাগে আমি, গুণের ভাগে তুমি।
নিশ্চয় জেনেছি আমি, তুমি দয়ার স্বামী, অহে গুণমণি।।
আবদুল আযীযে এল দোষী সেজে,
কারীম রাহিম তুমি, অহে গুণমনি।।