অ মন, চেয়ে দেখ ধান্দাবাজির কারখানা।
ধান্দাবাজির ফাঁক না বুঝলে হয়ে রবে দিন কানা।।
রমজান মাসে রোজা কর, উদয় অস্তে সীমা ধর।
সূর্যের দ্বারা সময় রাখা, ইহা কি রোজার মানা?
এরূপ দিবস যে দেশে নাই, ছয় মাসে এক দিবস পাই।
ফরজ করা নামাজ রোজা, পালন হওয়ার ভাঁজ থাকে না।।
জগৎ জোড়া নবী যিনি, শরা জারি করেন তিনি।
শরার ভিতর কি ভেদ রইল, ফাঁক চিনিয়া সাধনা।।
চন্দ্র সূর্য মানব দেহে, চিনতে পারলে বুঝবে তাহে।
শরীয়তের ভেদ বুঝিবে, জীবন বিফল হবে না।।
ফকীর তাহা ভাও করিল, শরীয়ত সাধন হল।
আপন ঘরে দেখতে পাইল চন্দ্রসূর্যের জোছনা।।
যখন তোমার জ্ঞান হইল, তখন সূর্য উদয় হইল।
অজ্ঞান হইতে সাক্ষী নেওয়া, শরায় হুকুম রাখে না।।
কায়েম হবে নামাজ রোজা, পাইলে জ্ঞানের মজা।
হরদমে তার বার মজা, হইয়ে যাবে আপনা।।
ধান্দাবাজির ফাঁকের কথা, না চিনিলে জীবন বৃথা।
আবদুল আযীয ফাঁক বুঝিয়া ঘুচাইল যন্ত্রণা।।