রাব্বিল আলামিন কেন উপাধি তোমার।
আমি দেখি তুমি বিনে কিছু নাই আর।।
লাইলাহাতে ফানা হইয়া, ইল্লাল্লাহু বাকী রইয়া।
কে কাহার প্রতিপালক, আজব কারবার।।
হায়াত মউত রিযিক দৌলত ফানা ও বাকার তাকত।
হেকমতে কইরেছ খেলা ভুগন্ত কাহার।।
তুমি জাহের তুমি বাতেন, তুমি আউয়াল তুমি আখের।
তবে আবার প্রতিপালক কে হল কাহার।।
সদা আমি তোমায় নমি, তুমি হও জগতের স্বামী।
তবে কেন আমায় আমি ভাবি অনিবার।।
সর্বস্তরে আছ তুমি, সর্বনামে তুমিই তুমি।
তবে আবার কেবা আমি বল না এবার।।
প্রেম পথে এসে আজি, বুঝলাম তোমার ফাঁকিবাজি।
সকলই তোমার মর্জি, বাহানা আমার।।
তখত সিংহাসনে থেকে, নিতি চালাও আমায় ডেকে।
থাক সদা আমার বুকে, আদমে গোলজার।।
তোমার খানা তোমার পিনা, তুমি কর ভাবা গুনা।
আমার নামে ভেলকি দিয়া প্রেমসমুদ্র পাড়।।
কাহার দিদার কে করিবে, আলিঙ্গনে সাধ মিটিবে।
একেতে এক বিয়োগ গেলে সাধন ভজন কার।।
আবদুল আযীয দুকূল হারা, তোমাতো মজিয়া সারা।
তালে তালে তাল তোলাতে যেমন তৈয়ার।।