অ মন, কর হে সাধন।
গুরুর বাক্য কর ঐক্য, দেখবি যদি মন মহাজন।।
কায়মনে ভজ গুরু, সাধনের ধন কল্পতরু
যে খাইল মুর্শেদের লাড়ু, সে হইল মহাজন।।
মুর্শেদপুরে আছে রত্ন, মিলিবে করিলে যত্ন
বিলাইয়া তন মন, কর আকিঞ্চন।।
মিলে রত্ন সাধনাতে, যে গিয়াছে গুরুর মতে
রূপ নেহারে চোখ মাল্লাতে, পাইছে বাঞ্ছিত ধন।।
গুরুর নামের মালা ছাড়া, গলে লইয়া সাধকেরা
মন মানুষ পাইয়াছে ধরা সাধনায় করি কীর্তন।।
তোতা মিয়া উদাসীন, হেলায় গেল রাত্রদিন
না হইল আয়নাল একিন অসাধন কারণ।।
আদম তনের রত্নের খনি, যে চিনে সে পরশ মণি
ফাঁক পড়ে না দিন রজনী, গুরুর পদে বান্ধা মন।।