ভাল কীসে হবে ভাল।
ভাল হইয়া দেখলাম ভবে, জন্ম মরণ ভুলে রইল।।
লোকে যখন বলে ভাল, ইহাতে মন মইজে রইল।
আসল কথা ভুলে গিয়া, সদা ভাবে বলুক ভাল।।
লোকনিন্দি পরম বন্ধু, ঝড়ে পড়ে মায়া সিন্ধু।
কোলে আসে প্রাণবন্ধু, যার জাতে নাই কালাকাল।।
মৌমাছি ফুলের রেণু, একত্রে করে মিলান।
মল-মূত্র জল যোগে, পঁচাইলে সহদ হইল।।
মধুমিষ্ট রোগের শেফা, সবার সাথে হল রফা।
মন্দ হইয়া আবদুল আযীয, বলে অমনি সাধন ফল।।