শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৫৪

অ মন বলিরে তোমারে, কামেল পীরের ব্যাখ্যা আছে কোরআন ভিতরে।
অ মনরে, কামেল পীরের পাঁচটি ছিফত তরিকতে আছে।
ছুরা কাহাফ কোরআন শরীফ ইহার ব‍্যাখ‍্যা করে।।
অ মন বলিরে তোমারে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত।
আর এলমে লোদিনী হাসেল যাহার অন্তরে।।
অ মনরে বলিরে তোমারে, মুছা নবী খাছ এলেমের সংবাদ শুনিয়া।
খোদার হুকুম প্রাপ্ত হইয়া খিজির তালাশ করে।।
অ মনরে বলিরে তোমারে, ছুরে কাহাফ মধ‍্যে এয়ছা বলেছেন খোদায়।
খাজা খিজির পীর মানিয়া খাছ এলেম বিচারে।।
অ মনরে বলিরে তোমারে, মুছা নবী হাজার ছওয়াল খোদার সাথে করেন।
মুর্শেদ বিনে খাছ এলেমের খোজ করিতে নারে।।
অ মনরে বলিরে তোমারে, নবুয়তে খাছ এলেমের সাধন থাকিলে।
মুছা নবী খিজির পদে কেন তালাশ করে।।
অ মনরে বলিরে তোমারে, বেলায়েত বিহনে ইহার খোজ পাওয়া দায়।
তাই হযরত রাসুলুল্লা মেরাজ শরীফ করে।।
অ মনরে বলিরে তোমারে, পঞ্চতীর্থের খবর দিলেন মুছুল্লী সবারে।
পঞ্চপদী সুরা রাখেন কামেল শহরে।।
অ মনরে বলিরে তোমারে, কামেল শহরে আছে আদমপুরের হাট।
সেই হাটে মুর্শেদ বাবা নব রঙ্গে ঘুরে।।
অ মনরে বলিরে তোমারে, যে বুঝিল সে পাইল, আবদুল আযীয কয়।
গাধার পৃষ্ঠে চিনির বস্তা বোঝা বইয়া মরে।।