বন্ধু রে, কেমনে হয় ছামাদের বড়াই।
ধান্দাবাজি লাগাইয়া করহ বাদশাই।।
'বে মুহতাজ' যদি হন, সৃষ্টির কি প্রয়োজন
'লিল্লাহে' আয়াতে কন, তোমার ছাড়া কারো নাই।।
আউয়াল আখের কথার ধ্বনি, 'লিল্লাহে' তোমার বাণী।
'কুল্লা শাইঈন মুহিত' পুনি, আমি ছাড়া তুমি নাই।।
'মুহতাজ' না হইলে, স্রষ্টা সৃষ্টি কেন রইলে
'কুন' শব্দ কেন হইল, 'ফা ইয়া কুন' এর কারণ চাই।।
আমার কর্মের ফলে, তোমার অস্তিত্ব মিলে
নয়ত তুমি কাহার বলে, বিচার কইরা দেখ সাঁই।।
সকলই তোমার বটে, থাক তুমি ঘটে ঘটে
মুহতাজ সকল পটে, বে মুহতাজ রইল কই।।
দেইখে তোমার ভেলকিবাজী, অপ্রেমিক হইল রাজী
তোতা মিয়া কিসে রাজি, এশকবাজির সীমা নাই।