সোনা বন্ধুরে, লা আল্লাকুম তুরহামুন, অমর উদ্যান।
সোনা বন্ধুরে, 'ফাস্তা মেও ওআন ছেতু' আশেকের প্রাণ।।
সোনা বন্ধুরে, পিপাসী পানির আশেক পাইতে হয়রান।
সোনা বন্ধুরে, পানি আশেক পিপাসীর হইতে কল্যাণ।।
সোনা বন্ধুরে, মাতা আশেক শিশুর প্রতি স্নেহ দিতে দান।
সোনা বন্ধুরে, শিশু আশেক মাতা পেয়ে কোলে নিতে স্থান।।
সোনা বন্ধুরে, তুমি মাশুক আমি আশেক সংসারের বেলায়।
সোনা বন্ধুরে, তুমি আশেক আমি মাশুক 'তুরহামুন' প্রমাণ।।
সোনা বন্ধুরে, আবদুল আযীয মত্ত মনা, দেখে এই কারখানা।
সোনা বন্ধুরে, নিক্তি কাঁটা সমান সমান উঁসাহিত প্রাণ।।