সীমাতে অসীম তুমি, অনন্ত মহান।
কি করিব তব স্তুতি, আমি ক্ষুদ্র জ্ঞান।।
বন্ধুরে, সীমাবদ্ধ হই আমি, আমাতে অসীম তুমি।
নাহি বুঝি কুদরতের শান।
বন্ধুরে, লঘু গুরু নাহি বাছ, সর্ব ঘটে জারী আছ।
কোরআনেতে দিয়াছ প্রমাণ।।
বন্ধুরে, তোমার স্তুতি লিখিবার, ভবে যত পারাবার।
কালি করি লইলে একুন।
সাগর শুকাইয়া যাবে, স্তুতি শেষ না হইবে।
এই কথা কোরআনে বয়ান।।
বন্ধুরে, স্তুতি ভক্তি লিখিবারে, ইঙ্গিত করিলে মোরে।
হরষিতে গেলাম মোকাম।
এই কথা কোরআনে পাইয়া, উলটিইয়া গেল হিয়া।।
কলম চিরিয়া দুইখান।।
বন্ধুরে, তোমার সোহাগ মূলে, আবার কলম চলে।
করিবারে দিলের আমান।
তোমার স্তুতি তুমি বিনে, কি করিবে অন্য জনে।
তোতা মিয়া চায় শক্তি দান।।