শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৫৮

জগত ঘিরে আছ বলে কোরআন প্রমাণ।
ভুগন্ত যাতনা যত আপন বাখান।।
ব‍্যাথা হয়ে ভুগতে চাও, শান্তি শক্তির রূপ জোগাও।
নয়ত কথার মূল‍্য কীসে রূপে অপমান।।
আফাক আনফুছ দুই স্তরে, জাহেরে বাতেনে ঘুরে
প্রতিপালক নাম ধরিয়া বাড়াইলা সম্মান।।
স্রষ্টা হইয়া সৃষ্টি কর, সৃষ্টি হইয়া রূপ ধর।
মন্দ ভাল নাম ধরিয়া হইল কল‍্যাণ।।
প্রেমসুধায় মত্ত থাক, ভাল মন্দ নাই বিপাক।
খেইল তামাশায় দিন রজনী তব কৃপা দান।।
আবদুল আযীয নামটি আঁকি, আফাক আনফুছে দেখি।
তাই স্বর্গ সুখে বসি, সদায় থাকে প্রাণ।।