দয়াল মুর্শেদ অ, নিবেদি চরণে।
তোমার বিয়োগফলে আছি কি না, বল না এ দীনে।।
মুর্শেদ, বিয়োগ ফলে যাহা মিলে, আপন বলি জানে।
তাতে মোরে যোগ করিয়া রাখ কৃপাগুণে।।
স্তরে স্তরে ভাগ করিয়া রাখ সযতনে।
অবশিষ্ট বাকা তুমি, নামিল বন্টনে।।
মুর্শেদ, সেই বাকাতে একুন হইয়া, রইতে আশা মনে।
কেবল উম্মেদ মোর, তোমার কৃপা গুণে।।
মুর্শেদ, ভাগে ভাগে বিয়োগ দিলে, না থাকে একুনে।
অবশিষ্ট থাক তুমি 'ইল্লা অজহা'র গুণে।।
মুর্শেদ, যোগ বিয়োগ পূরণ ভাগ, জানাইলে আপনে।
বিয়োগেতে জাহান্নাম লেখেছ কোরআনে।।
মুর্শেদ, বিয়োগেতে পড়ি বলি, ত্রাসিত পরাণে।
যোগ পূরণের আশা করি, লাতাকনাতু জাইনে।।
মুর্শেদ, ভাগেতে রহিয়া গেলে শান্তি নাই মনে
তোতা মিয়ার আশা তোমার চরণ যোগদানে।।