মাওলা ধন রে, কি দিয়া পূজিব তোমারে।
আমার কিছু নাইরে বন্ধু, জানাই তোমার গোচরে।।
'লিল্লাহে' আয়াতের ধ্বনি, সকলি তোমার জানি।
কি আছে কি বল শুনি, আমার এই সংসারে।।
আমি যদি আমার হই, কথার ধ্বনি রইল কই।
তোমার পূজা তুমি বিনে, কে পারে করিবারে।।
কলবেতে আছে জান, ইহাও তোমারই দান।
নাহি জানি তার পরিমাণ, রাখিয়াছ পর্দার আড়ে।।
খুইলে দাও দিলের আয়না, দেখিতে স্বরুপ নমুনা।
তোমার পূজার যোগ্য কিনা, বুঝি আপন বিচারে।।
তোতা মিয়ার না হয় পূজা, তাই ভুগি তোর প্রেমের সাজা।
এর চেয়ে কি আছে মজা, খুঁজে না পাই এ সংসারে।।