অ-জপা এক নাম আছে, প্রেমিকের মহা ধন।
জপাজপি সাধকেরা সাধনায় করে কীর্তন।।
যত দিন দূরে রাখে, ডাকাডাকি লাগে তাকে।
নিয়মের ভেদাভেদে করতে হয় সদা কীর্তন।।
ডাক চিনিয়া পেলে ধরা, আর কি আছে নড়াচড়া?
ডাকে ডাকে ডাক মিশিয়া তাম্রস্বর্ণ এক রতন।।
প্রেমগঞ্জে সোহাগ পরে, ডাকের ফাঁকে ডাক ধরে।
অ-জপাতে আবদুল আযীয বিরাজ করে সর্বক্ষণ।।