মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২২৭

বন্ধু, দেখাইবা নি স্বরূপ জামাল।
দিদার দিদার শুনি কানে, না বুঝি তাহার হাল।।
বন্ধু, ফানা মুখে 'রাব্বে আরেনী, লাম তারানী' বাকা বাণী।
তেকারণে মুছা মোহ হাল।।
ফানা দানে বাকা পায়না, রেশতা বিনে মিল খাটেনা,
তাতে কুহেতুর জ্বলিয়া বেচাল।।
বন্ধু, দেখিবারে গুণমণি, এন্তেজার দিন রজণী,
পলে পলে গণি সদা কাল।
কালে কালে কাল গেল, কত কাল গত হইল,
এন্তেজার হইল মোর কাল।।
বন্ধু, যে মুখে চাইলে তোরে, রাজী হস তুই অকাতরে,
বুঝাও মোরে সে মুখের হাল।
নতুবা অবুঝ হালে, আবল তাবল বোলা বোলে,
দেখা দেও হইয়া দয়াল।।
বন্ধু, তোতা মিয়া হীন শক্তি, নাহি জানি স্তুতি ভক্তি,
তোমা ভাবে হইনু মাতাল।
যদি আমি বলি আন, সাক্ষী মোর তোমা মন,
সত‍্য মিথ‍্যা দেখ কেয়ছা হাল।।