মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৫৭

মন তুমি পইড়েছ ভুলে।
অদেখাতে আশুনাতে মজে রইলে কৌতূহলে।।
মন রে, কোথা ছিলে কোথা এলে, আপন খবর না করিলে রে
মায়ার চাকে পড়ছে ফাঁকে, যাবে কোথা না ভাবিলে।।
মন রে, না লইলি নিজ তত্ত্ব, বিষয় পেয়ে হইলি মত্ত রে
কিসে পাবি মুক্তি পথ, রয়েছ অবুঝ মহলে।।
মন রে, বলি রে বে-ভোলা মন, লইয়াছ 'মাউন লা ইয়ুবছিরুন' রে
অবুঝ বইলে 'লা ইয়াফকাহুন' দেখ না কোরআন খুলে।।
মন রে, কি দেখিলে কি শুনিলে, পশু রূপে দিন কাটিলে রে
'বালহুম আজাল্লুন' কোরআনেতে আল্লা বলে।।
মন রে, কাম ক্রোধ পশু গুলি, যার যার কামে শক্তিশালী রে
গুরুর নামে দেও না বলি, জ্ঞানের আলো উঠবে জ্বলে।।
মন রে, খুলিবে দেলের আয়না, প্রাণের লৌহে দেখা শুনা রে
আপন খবর যাবে জানা, ফানা বাকা যাবে মিলে।।
মন রে, তোতা মিয়া জগত পুরে, থাকিয়া অবুঝ কুটিরে রে।
ফানা বাকার পেচে পইড়ে, আপন হারা হয়ে রইলে।।